Analysis Featured Featured Analysis

”নায়ক নয়, মানুষের মনে অভিনেতা হয়ে বেঁচে থাকতে চাই!”

”আমি মানুষের মনে নায়ক হয়ে অল্পদিন থাকার চেয়ে, একজন অভিনেতা হয়ে আরও বেশিদিন থাকতে চাই!”‘পোড়ামন ২’ ছবিটি রিলিজের আগে আমার FilmCast টিম নিয়ে একদিন গিয়েছিলাম জাজ মাল্টিমিডিয়ার অফিসে। Siam ভাইয়ের সাথে তখন প্রথম দেখা, আর তখন উপরের কথাটা বলেছিলেন সিয়াম ভাই। মুগ্ধ করেছিলেন প্রথম দর্শনেই, তখনই বুঝেছিলাম অভিনয়ের প্রতি উনার কী গভীর একটা ভালোবাসা কাজ করে! 
২৯ মার্চ ছিল এই সম্ভাবনাময় তারকা অভিনেতার জন্মদিন। শুভ জন্মদিন। 
ভালোবাসা আর শুভ কামনা শুধু জন্মদিনের জন্য নয়, প্রতিটি দিনের জন্যই! 
You may also like...

Leave a Reply