Indian Movie News

আসছে গুরু আর শিষ্যের WAR!

সম্প্রতি বাতাসে কিছু কথা ভাসছিলো, যে টাইগার স্রফ আর হৃত্বিক কে এক এ ফ্রেমে দেখা যেতে পারে। কিছু ভাসমান কথা নয় এটা সত্যি প্রমাণ করে ইয়াস রাজ ফিল্মস নিয়ে হাজির হল WAR।

১৫ জুলাই ইয়াস রাজ ফিল্মস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেলো WAR সিনেমার টিজার।

টাইগার স্রফের গুরু যে হৃত্বিক তা কারো অজানা নয়। আর এই প্রথম বার এই দুই অভিনেতা কাজ করছেন এক সাথে। WAR সিনেমাটির টিজার দেখে মনে হিয়েছে এটি এ্যাকসন জনারার সিনেমা।

ধুমধারাক্কা এ্যাকসন দেখানো হয়েছে এর টিজারে। সিনেমাটির পরিচালক সিদ্ধার্থ আনান্দ। হৃত্বিক ১১ বছর পর আবার সিদ্ধার্থ এর সাথে কাজ করতে যাচ্ছে। তাদের শেষ কাজ ছিলো ধুম-২।


একদিন ও হয় নি টিজার রিলিজ এর, এর মধ্যেই সারা ফেলে দিয়েছে দর্শকদের মাঝে। সবাই দেখতে কৌতুহলী গুরু চ্যালার জুটি।

টিজারের ছোট একটু অংশে ভানি কাপুর কে দেখা গেছে বিকিনি তে। হয়তো সেই নায়িকার চরিত্রে অভিনয় করবেন। তবে কার নায়িকা হবে তা এখন ও বোঝা যাচ্ছে না।

সিনেমাটি হয়তো নতুন মাইল ফলক হতে যাচ্ছে টাইগার এর জন্য। ইদানিং কালের তার কয়েকটা সিনেমা ব্যাবসা সফল হয়ে ওঠে নি। আর হৃত্বিক এর সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা “সুপার ৩০” প্রচন্ড সারা ফেলেছে বক্স অফিসে।

যদিও “সুপার ৩০” তে হৃত্বিক কে অন্য লুকে দেখা গেছে। কিন্তু এই সিনেমার টিজারে তাকে আবার তার আগের লুকে দেখা গিয়েছে। আর টাইগারকে “বাগি ২” এর মত লুক এ দেখা গিয়েছে।

লোকেশন গুলো বেশি দেখা যায়নি, এডিটিং আর সাউন্ড ভালো ছিলো টিজারে।

২ অক্টোবর বক্স অফিসে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আশা করছি এই সিনেমাটি দেখে হতাশ হতে হবে নাহ।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *